সত্য প্রদর্শন

সত্য প্রদর্শন

পঞ্চ ভিক্ষু কে সত্য প্রদর্শন করণান্তর বুদ্ধ কহিলেন, “সহায় হীন মনুষ্য সত্য মার্গের অনুগামী হইলেও দুর্বলতা বশতঃ পথ ভ্রষ্ট হইতে পারে। অত এব তোমরা একত্রিত হইয়া পরস্পর পরস্পরের সাহায্য কর, পরস্পরের প্রয়াসকে দৃঢ় কর।  “তোমাদের মধ্যে ভ্রাত ভাবের উন্মেষণ হউক; তোমরা মৈত্রীতে, পবিত্র তার এবং সত্যের জন্য ঐকান্তিক তায় মিলিয়া একী ভূত হও। 


পৃথিবীর চতুর্দিকে সত্যের বিস্তার এবং প্রচার কর; এই রূপে অন্তে সর্ববিধ জীব ধর্ম রাজ্যের অধিবাসী হইবে।  “ইহা পবিত্র সম্প্রদায়; ইহা বুদ্ধ প্রতিষ্ঠিত ধর্ম সমাজ; ইহাই, যাহারা বুদ্ধে আশ্রয় পাইয়াছে, তাহাদের মধ্যে সমন্বয় প্রতিষ্ঠাকারী সঙ্ঘ। 


আরো দেখুন: ধর্ম প্রচার


আরো দেখুন: বুদ্ধের ১২টি কর্ম বিপাক


আরো দেখুন: বারাণসীতে ধর্মোপদেশ


সত্য প্রদর্শন

সত্য প্রদর্শন

কৌণ্ডিণ্য বুদ্ধের প্রথম শিষ্য।  তিনি বুদ্ধের প্রচারিত ধর্ম সম্পূর্ণ রূপে হৃদয়ঙ্গম করিয়া ছিলেন।  তথাগত তাহার হৃদয়ের ভাব উপলব্ধি করিয়া কহিলেন, “কৌণ্ডিণ্য যথার্থই সত্য প্রণি ধান করিয়াছেন। ” এই জন্য মাননীয় কৌণ্ডিণ্য “আজ্ঞাত কৌণ্ডিণ্য” অর্থাৎ “ধর্মবিং কৌণ্ডিণ্য আখ্যা লাভ করিয়া ছিলেন।  অনন্তর কৌণ্ডিণ্য বুদ্ধ কে সম্বোধন করিয়া কহিলেন, “দেব, আমরা বুদ্ধের নিকট হইতে অভিষেক গ্রহণ করিতে বাসনা করি। ” বুদ্ধ কহিলেন, “ভিক্ষু গণ, ধর্ম প্রচার সুফল প্রসব করিয়াছে।  দুঃখের সংহারের জন্য পবিত্র জীবন যাপন কর। ”

 

তৎপরে কৌণ্ডিণ্য এবং অন্য ভিক্ষু গণ বার ত্রয় নিম্ন লিখিত শপথ গ্রহণ করিলেন, “আমি বিশ্বাসে বুদ্ধে আস্থা স্থাপন করিব; তিনি সম্পূর্ণতা প্রাপ্ত, পবিত্র ও সর্ব প্রধান।  বুদ্ধের নিকট আমরা উপদেশ, জ্ঞান ও মুক্তি প্রাপ্ত হই; তিনি পুণ্যাত্মা, তিনি সত্তার স্বরূপ জ্ঞাত আছেন, তিনি ভূমণ্ডলের অধীশ্বর; মানুষ্য তাহার আজ্ঞা ধীন; তিনি দেব ও মনুষ্যের শিক্ষক পরম পুরুষ বুদ্ধ। আমি সবিশ্বাসে বুদ্ধে আস্থা স্থাপন করিব।  “আমি বিশ্বাসে ধর্মে আস্থা স্থাপন করিব; মহা পুরুষের প্রচারিত ধর্ম সুফল প্রসব করিয়াছে; মানুষের নিকট দৃষ্ট হইবার জন্য ইহা প্রকাশিত  হইয়াছে; ইহা কাল ও দেশের অতীত।  

 

ইহা প্রবাদের উপর প্রতিষ্ঠিত নয়, ইহা দেখিয়া পরীক্ষা করি বার জন্য সকল কে আহবান করিতেছে; ইহা মঙ্গল প্রসবকারী; জ্ঞানী গণ স্বীয় অন্তরে ইহা উপলব্ধি করেন।  আমি বিশ্বাসে ধর্মে আস্থা স্থাপন করিব।  “আমি সবিশ্বাসে সঙ্ঘে আস্থা স্থাপন করিব।  বুদ্ধের শিষ্য সম্প্রদায় আমাদিগ কে ন্যায় মার্গ প্রদর্শন করেন; বুদ্ধের শিষ্য সম্প্রদায় আমাদিগ কে সাধু ন্যায় পরায়ণ হইতে শিক্ষা দেন; বুদ্ধের শিষ্য সম্প্রদায় আমাদিগ কে সত্য পালনে শিক্ষা দেন।  ঐ সম্প্রদায় করুণা ও পরোপকারে নিরত।  তাহাদের সিদ্ধ পুরুষ গণ সম্মানাহ।  যাহারা ঐ সম্প্রদায় ভুক্ত তাঁহারা সত্য অনুসরণ ও জগতের মঙ্গল কারণ শিক্ষা দিতে অঙ্গী কৃত।  আমি সবিশ্বাদে ঐ সম্প্রদায়ে আস্থা স্থাপন করিব। ”  সত্য প্রদর্শন সমাপ্ত

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url