মিথ্যা বলার কর্ম ফল
মিথ্যা বলার কর্ম ফল
অদৃষ্ট বিষয় দেখিয়াছি, অশ্রুত কথা শুনিয়াছি এই রূপে সত্যকে গোপন করিয়া মিথ্যাকে প্রকাশ করি বার নাম মুসা বাদ বা মিথ্যা বাক্য। মিথ্যা, বৃথা, কটু ও ভেদ হিসাবে ইহা চারি প্রকার। মিথ্যা বাক্য দ্বারা অপরকে প্রতারণা করিয়া দুঃখ দিলে বাচনিক পাপ হইয়া থাকে। প্রবঞ্চনার ইচ্ছায় সত্য গোপন রাখিয়া মৌন থাকাও মিথ্যা বাক্য বলা হয়। নিজের বস্তু দিবার ইচ্ছা না থাকিলে, যদি ‘নাই অথবা আজ লইয়া গিয়াছে’ ইত্যাদি মিথ্যা বাক্য বলে, তাহার বিপাক ফল লঘু বা কম হয়। আর মিথ্যা সাক্ষ্য প্রদান করিয়া অপরের অনিষ্ট সাধন করিলে গুরুতর বিপাক হয়।
আরো দেখুন: ব্যভিচারের কর্ম ফল
আরো দেখুন: নেশা পান করা কর্ম ফল
মিথ্যা বলার কর্ম ফল |
মিথ্যা বলি বার কুফল মিথ্যা বাদী লোকে মৃত্যুর পর অপায় দুর্গতি ময়
নরকে উৎপন্ন হয়। ত্রিশ কল্প কাল নরকের
অগ্নিতে দগ্ধ বিদগ্ধ হইয় দুঃখ্য যন্ত্রণা ভোগ করে। নরক হইতে মুক্ত হইয়া তির্যক যোনিতে উৎপন্ন হয়,
অতঃপর প্রেত লোকে জন্ম গ্রহণ করে। প্রেত
লোক হইতে মুক্ত হইয়া মনুষ্য কুলে জন্ম গ্রহণ করিলে বহু জনু পর্যন্ত বোবা ও বধির হইয়া
জন্ম গ্রহণ করে। তাহারা অতীতের পাপের ফলে
নিজের মনের ভাব অপরকে বুঝাইতে সমর্থ হয় না এবং অপরে বা অন্য জনে যাহা বলে তাহাও
শুনিতে পায় না, কারণ তাহারা বধির। বর্তমানে
আমরা যেই সকল বোবা ও বধির মানুষ দেখিতে পাই, তাহারাও পূর্ব জন্মে মিথ্যা কথা বলিয়া
ছিল। মিথ্যা বলি বার ফলে তাহাদের এই দুঃখ দশা
ভোগ করিতে হইতেছে।
মিথ্যা বলি বার ফলে জন্মে
জন্মে মুখ হইতে চতুর্দিকে যোজন পরিমিত স্থান দুর্গন্ধ বাহির হয়, এই রূপ অনেক মানুষ
আছে যাহারা কথা বলিবার সময় মুখ থেকে দুর্গন্ধ বাহির হয়। ইহা
মিথ্যা বাক্য ভাষণের ফল। তাহারা জড়তা সম্পন্ন
হয়, যে কোনো পরিষদে যাক না কেন, সাহস করিয়া কথা বলিতে পারে না, এমনকি একের অধিক লোকের
সম্মুখেও কথা বলি বার সাহস করে না। যাহারা
মিথ্যা বাক্য বলে, জন্মে জন্মে তাহাদের কণ্ঠ স্বর কর্কশ হয়, মধুর বাক্য বলিলেও
শ্রোতার কর্ণে কর্কশ বোধ হয়। দন্ত সমূহ
মলিন ও বিশ্রী হয়, মুখ বাকা ও মুখে নানাপ্র কার রোগের সৃষ্টি হয়, জিহ্বা কঠিন ও মোটা
হয়, কণ্ঠ স্বর বিকৃত হয়, তোত লায়, অনেকেই আধো আধো স্বরে কথা বলে, আট কিয়ে আট কিয়ে
কথা বলে, তাহারা স্বাভাবিক লোকের ন্যায় কথা বলিতে পারে না।
ইহা মিথ্যা কথা বলিবার পাপের
ফল। দাত গুলি বিশ্রী ও অসমান হয়। মুখ হইতে লালা নিঃসৃত হয়, সত্য কথা বলিলেও সেই
কথা কেহ বিশ্বাস করে না, অবিশ্বাসী হয়, অখ্যাতি করে, লোকের অপ্রিয় হয়, গলা স্বর
ক্ষীণ বা ছোট হয়, কোনো কোনো লোকের কণ্ঠ স্বর পুরুষ হংসের গলার স্বরের ন্যায় ছোট ও
অস্পষ্ট এসবও মিথ্যা কথা বলি বার ফল। মিথ্যা
বাদী লোকেরা সদ্ধর্ম বিষয়ে অজ্ঞতা থাকে এবং মৃত্যুর পর অপায়ে গমন করে। মিথ্যা
বাক্যের চারি অঙ্গ অভূত বিষয়, মিথ্যা বলি
বার চেতনা, মিথ্যা বলি বার চেষ্টা এবং
যাহাকে বলে তাহার জ্ঞাত হওয়া। এই চারি
অঙ্গ পরি পূর্ণ থাকিলে তবেই মিথ্যা বাক্য সম্পাদিত হয়।
সত্য বাক্য বলিবার সুফল বিশুদ্ধ ইন্দ্রিয় সম্পন্ন ও মধুর ভাষী হয়, অন্য দিকে বোবা ও বধির হয় না। দন্ত সমূহ সমান ও সাদা হয়, মুখ হইতে সুগন্ধ বাহির হয়, মুখে কোনো রোগের সৃষ্টি হয় না। শরীর অতি স্থুল, অতি কৃশ হয় না; সুশ্রী কায়ের অধিকারী হয়। সুবাধ্য পরি জন লাভ করে, অঙ্গ প্রত্যঙ্গ পরি পূর্ণ হয়, অনর্গল বাক্য ভাষণ করিতে পারে, দেহ নাতি দীর্ঘ ও নাতি হ্রস্ব হয় এবং সুখ সংস্পর্শ ও কমণীয় হয়। জিহ্বা পদ্ম দলের ন্যায় কোমল, রক্তিম বর্ণ ও পাতলা হয়। তাহারা ঔদ্ধত্য পরায়ণ ও চঞ্চল হয় না এবং মৃত্যুর পর স্বর্গে গমন করে। মিথ্যা বলার কর্ম ফল সমাপ্ত।
Sadhu3